চাঁপাই সংবাদ ডেস্ক রিপোর্ট :
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানি রপ্তানি কারক গ্রপের ২০২৩-২০২৫ দ্বি-বার্ষিক নির্বাচনে কাজী মো. সাহাবুদ্দিন ও আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মামুনুর রশীদ প্যানেলের পরিচিতি ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি হোটেলে সোনামসজিদ আমদানি ও রপ্তানি কারক গ্রুপের আয়োজনে প্যানেল পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ি রফিকুল আলমের সভাপতিত্বে
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মো. শাহাবুদ্দিন, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মামুনুর রশীদ, বিশিষ্ট ব্যবসায়ী বুলবুল,আবু তালেব, আরিফ হাসান, মো. জাইদুল ইসলাম, মো. শরিফুল ইসলাম তাজেল, সাহিনুল ইসলাম সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানি রপ্তানি কারক গ্রুপের ২০২৩-২০২৫ দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ ভোটারদের সাথে কার্যনির্বাহী সদস্যদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা করা হলো। যাতে করে ভোটারগন প্রতীক ও সদস্যদের সহজে চিনে ভোট প্রদান করতে পারে। এ প্যানেলের নেতারা বিভিন্ন ধরনের প্রতিশ্রতি প্রদান করেন ভোটারদের। ভোটাররা সোনামসজিদ আমদানি রপ্তানি কারক গ্রুপের বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরে উমুক্ত আলোচনা করেন।
© All rights reserved © 2021 Chapai Sangbad