নাদিম হোসেন, চাঁপাই সংবাদ ডটকম :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নির্মাণ শ্রমিক মোঃ শরীফ (২৭) গত ৫ই মার্চ মাদারীপুরের সিবচরে সড়কে ইট বোঝাই ট্রলির ধাক্কায় নিহত হয় ও একই গ্রামের একজন আহত হয়। সেই দুই পরিবারের আর্থিক সহায়তা ও পাশে থাকার আশ্বাস দেন বি এন পি নেতাও বিশিষ্ট সমাজ সেবক বেলাল -ই -বাকি ইদ্রিশী।

বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা বেলাল -ই -বাকি ইদ্রিশী নিহত পরিবারের খোঁজখবর নেন এবং শোকাহত পরিবারটি মনোবল না হারায় সেজন্য পরামর্শ দেন। আর অর্থাভাবে কারো লেখাপড়া যেন আটকে না যায় সেজন্য খেয়াল রাখার আশ্বাস দেন। তিনি আরও বলেন অতীতেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি ভবিষ্যতেও পাশে থাকবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা স্বেচ্ছাসেবক
দলের সহ-সাধারণ সম্পাদক মোহ আজম আলী, আদিনা কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম রেজা, মোবারকপুর ইউনিয়ন বি এন পি’র সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জেম, জেলা ছাত্রদলের আহবায় কমিটির সদস্য নাজিম ওদুদসহ শিবগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ।