কপোত নবী, চাঁপাই সংবাদ ডটকম :
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক নামে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুজন সহযোগী পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার চরকানছিড়া বহিরাপাড়ার আজাহারের ছেলে ফারুক হোসেন (৩০)। পলাতক মুল হোতা ১ জন আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার পাঁকা হলদার পাড়ার মৃত আবু বক্করের ছেলে বাবলু (৪০) ও ক্রেতা নাচোল উপজেলার ভোলা মোড়ের কাবাতুল্লাহর ছেলে ইয়াছিন (২৪)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার মাদকবিরোধী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার ভাংগাপাড়া গ্রামে এসআই আসগর আলীর নের্তৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আরও জানাগেছে, মূল হোতা কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী বাবলু তার শ্বশুরবাড়ির এলাকায় অবস্থান করে ইয়াবা কারবারের নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল। পলাতক আসামিদের ধরতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad