ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাই সংবাদ ডটকম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও মহড়াও হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী শেষে গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দূর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে বিশেষ মহড়া হয়।
র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমানসহ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থীরা, স্কাউটস সদস্যরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা দূর্যোগ মোকাবেলায় সকলকে সতর্ক থাকে এগিয়ে আসার আহবান জানান। শেষে একই স্থানে দূর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে বিশেষ মহড়া হয়।
© All rights reserved © 2021 Chapai Sangbad