আতিকুল্লাহ আরিফ, চাঁপাই সংবাদ ডটকম :
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মাল বাগডাঙ্গার ঝাটু মন্ডল টোলা এলাকার সাজ্জাদ আলীর ছেলে বাদশা।
জানা যায়, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বাদশার বসতবাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় বাদশা পালিয়ে গেলেও তার মা সাগরী বেগম ও স্ত্রী রোজিনা বেগমকে আটক করা হয়।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক মো. রায়হান আহমেদ খান বাদী হয়ে ৩ জনকে আসামি সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মো. আনিছুর রহমান খান, ২০১৯ সালের ২৮ নভেম্বর বাদশা ও তার স্ত্রী রোজিনা বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন।
বাদশাকে যাবজ্জীবন ছাড়াও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার অপর আসামি বাদশার স্ত্রী রোজিনা বেগম খালাস পেয়েছেন।
© All rights reserved © 2021 Chapai Sangbad