কবির হাসান, চাঁপাই সংবাদ ডটকম :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর সভার ১ নং ওয়ার্ডের শূন্য আসনের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে সুষ্ঠু ভাবে চলছে ভোট গ্রহণ শেষ হয়েছে। গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ি সরকারি প্রা. বিদ্যালয় কেন্দ্রে কঠোর নিরাপত্তায় ভোট গ্রহণ চলছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ ) সকাল ৮টা থেকে দুপুর ৪ টা পর্যন্ত ধুলাউড়ি সরকারি প্রাঃ বিদ্যালয় কেন্দ্রের ১০ টি কক্ষে ভোট গ্রহণ হয়। রহনপুর পৌর সভার ১ নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৩২৭৭ জন।
সকাল থেকেই ভোটররা ভোট কেন্দ্রের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এদিকে,উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং পুলিশ প্রশাসন কে কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার দিক নির্দেশনা দেন।
এদিকে, রহনপুর পৌর সভার ১ নং ওয়ার্ডের মূল ফটকের সামনে প্রার্থীদের কর্মী সমর্থকরা পছন্দের প্রার্থীর পক্ষে বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে। তবে কর্মী সমর্থকদের মধ্যে উৎসব মূখর পরিবেশ রয়েছে। এবং নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখানে শূণ্য আসনে মোট দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ শাহ আলম সাগর (উটপাখি) প্রতীকে ও মোঃ গোলাম মাসুম (ব্রিজ) প্রতীকে।
© All rights reserved © 2021 Chapai Sangbad