কপোত নবী, চাঁপাই সংবাদ ডটকম :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলদলী ইউনিয়ন পরিষদের পেছনে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মধ্যে ১ জন নিহত ও অপর ভাই আহত হয়েছে।
২৬ এপ্রিল বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে ঝড় ও শিলা বৃষ্টির মধ্যে উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদ পাড়ার মো. মুখলেসুর রহমানের দুইবছেলে সাকিব (৭) ও হাকিম(১০) আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাত হলে সাকিবের মৃত্যু হয় হাকিম আহত হয়ে চিকিৎসা গ্রহণ করে।
দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, শিশুগুলো ঝড় বৃষ্টির সময় আম বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাত হলে শিশু সাকিব মারা যায়।
© All rights reserved © 2021 Chapai Sangbad