কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩১ টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
জানাগেছে, ৩০ এপ্রিল রাত ২ টার দিকে অত্র ব্যাটালিয়নের নায়েক মো. ফজলুল হক এর নেতৃত্বে বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির বটতলী আমবাগান অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় চোরাকারবারী সন্দেহে ২ জন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তাদেরকে ধাওয়া করলে তারা ১টি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে মালিকবিহীন ৩১ টি পেট্রোল বোমা উদ্ধার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক, অস্ত্র, গোলাবারুদ এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।