আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আম্র কাননে ঘেরা কালেক্টরেট চত্বরের সামনে অবস্থিত কালেক্টরেট শিশু পার্ক পুনর্বিন্যাস ও সৌন্দর্যবর্ধন করে নতুনভাবে উদ্বোধন করা হয়েছে।
৩ মে বিকেল ৪ টার সময় দৃষ্টি নন্দিত কালেক্টরেট শিশু পার্কটির
উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ উরাঁও।
আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনিছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জানাগেছে, শিশু পার্কটি প্রতিদিন সকাল ১০টা ধেকে সন্ধ্যা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এখানে প্রবেশ করতে কোন প্রবেশ ফি লাগবে না।
মনোরম ও নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে আপনি আপনার শিশুকে নিয়ে আসতে পারেন। পার্কটিকে নানা রকম রং দিয়ে দৃষ্টি নন্দিন করা হয়েছে। পার্কের মাঝামাঝি বড় পানির ফোয়ারা আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।
পরে চাঁপাইনবাবগঞ্জ অফিসার্স ক্লাব প্রাঙ্গণে নবনির্মিত ইনডোর ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।