বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আশিকুজ্জামানের নির্দেশে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নে কৃষকের পাশে দাঁড়িয়েছে শিবগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
৮ মে সোমবার দিনব্যাপী রোদে পুড়ে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল বাকীর নের্তৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দেয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ বিভিন্ন স্থানে কৃষকের ধান কেটে দিচ্ছে।
এরই অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের প্রায় ২০/২৫ জন নেতাকর্মী ধান কাটেন। সবাই টিয়া রং এর টি শার্ট পরিধান করে মাঠে নামে। টি শার্টে লেখা আছে- আস্থা রাখুন নৌকায়। রয়েছে নৌকা প্রতীক। নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলাম এর সৌজন্যে টি শার্টগুলো দেয়া হয়।
উল্লেখ্য, আসন্ন দ্বাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে, ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকার মনোনায়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ছাত্রলীগের মানবিক কাজে সার্বিক সহযোগিতা করছেন।