1. admin@chapaisangbad.com : adminyousuf :
  2. kapotnabi17@gmail.com : Kapot Nabi : Kapot Nabi
News Headline :
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ট্রাক চাপায় আম আড়ৎদার ইমরান নিহত শিবগঞ্জে ট্রলি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীর দায়ের করা মামলায় পুলিশের এএসআই কারাগারে শিবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে মোটরসাইকেল শোভাযাত্রা চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও গাছ কাটার প্রতিবাদে সংবাদ সম্মেলন পাগলা নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থী, এলাকায় শোকের ছায়া চাঁপাইনবাবগঞ্জে শেখ হাসিনা সেতু থেকে নদীতে লাফ, অতঃপর ডুবে মৃত্যু শিবতলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অটো চালক নিহত, ট্রাক চালক আটক ৭০ বছরে পা দিলেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ শিবগঞ্জে মরহুমা ফেরদৌস মহল এর ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল
চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল,প্রিমিয়াম মানের বোরো ধান বিনা-২৫ জাতের শস্য কর্তন

চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল,প্রিমিয়াম মানের বোরো ধান বিনা-২৫ জাতের শস্য কর্তন

আব্দুল ওয়াহাব, চাঁপাই সংবাদ ডটকম 🔳

চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত জীবনকাল, উচ্চ ফলনশীল, প্রিমিয়াম মানের বোরো ধানের জাত বিনা-২৫- এর উপর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার বেলা ১১ টায় জেলার নাচোল উপজেলার সগুনা মাঠে বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনষ্টিটিউট (বিনা) চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠান বিনা উপকেন্দ্রের উর্ব্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আহমেদ নুমেরী আশফাকুল হকের সভাপতিত্বে সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন, বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

বিশেষ অতিথি ভার্চুয়ালে বক্তব্য দেন, বিনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা,(উদ্ভিদ প্রজনন বিভাগ) সাকিলা খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-রিচালক ড. পলাশ সরকার, বেজ্ঞানিক কর্মকর্তা মোঃ জুবায়ের আল ইসলাম, উপসহকারি কৃষি কমৃকর্তা মঈনুদ্দনি নূও, কৃষক সেলিম রেজা ও মোস্তফা কামাল।

সভায় জানানো হয়, স্বল্প জীবনকাল, উচ্চ ফলনশীল, প্রিমিয়াম মানের বোরো ধান বিনা ধান২৫ এর উপযোগিতা তুলে ধরা হয়। শস্য কর্তনের পর ১২% আদ্রতায় ফলন পাওয়া যায় বিঘায় ২৬.৮ মণ এবং হেক্টরে ৭.৯৫ টন।

সভায় বিনা’র উর্ব্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আহমেদ নুমেরী আশফাকুল হহ জানান, বিনা ধান-২৫ জাতের বৈশিষ্ট্যহ’ল প্রিমিয়াম কোয়ালিটি/উন্নত গুণাগুণ (অতি লম্বা ও সরু) সম্পন্ন উচ্চফলনশীল, আলোক অসংবেদনশীল ও স্বল্প মেয়াদী (১৩৮-১৪৮ দিন) বোরো ধানের জাত।

এ জাতের ডিগ পাতা খাড়া, সরু ও মধ্যম, রং গাঢ় সবুজ। ধান পরিপক্ক হওয়ার পরও ডিগাপাতা গাঢ় সবুজ এবং খাড়া থাকে। গাছ লম্বা কিন্তু শক্ত হেলে পড়ে না । পূর্ণ বয়স্ক গাছের উচ্চতা ১১৬ সে.মি.। প্রতি গাছে ১০-১২টি কুশি থাকে। ছড়ার দৈর্ঘ্য গড়ে ২৭.০ সে.মি. লম্বা। প্রতি শীষে পুষ্ট দানার পরিমাণ ১৫০-১৫৫টি। ১০০০ টি পুষ্ট ধানের ওজন গড়ে ১৯.৭ গ্রাম।

আর ধানের দানায় অ্যামাইলোজের পরিমাণ শতকরা ২৫.১ ভাগ এবং প্রোটিনের পরিমাণ শতকরা ৬.৬ ভাগ। ভাত সাদা, ঝরঝরে ও সুস্বাদু ফলে বাজারমূল্য বেশি এবং রপ্তানী উপযোগী বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media




© All rights reserved © 2021 Chapai Sangbad

Customized BY innovativenews