1. admin@chapaisangbad.com : adminyousuf :
  2. kapotnabi17@gmail.com : Kapot Nabi : Kapot Nabi
News Headline :
শিবগঞ্জে ডিবি পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মাদকসহ ২ জন গ্রেপ্তার সিআইপি মাহবুব আলমকে সোনামসজিদ আমদানী রপ্তানিকারক গ্রুপের সংবর্ধনা জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেস কাউন্সিলের মাধ্যমে সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে হয়রানি কমবে               শিবগঞ্জে তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যু বার্ষিকী পালিত শিক্ষার্থীদের মানুষের মত করে গড়ে তুলতে হবে-দুদক কমিশনার জহুরুল হক শিবগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ স্বপন নামে একজন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবগঞ্জে প্রধান শিক্ষকের নেতৃত্বে দোকান ভাংচুর-লুটের অভিযোগ যুবলীগ নেতা জেম হত্যা মামলার ৬ আসামী কারাগারে, ২৬ জনের জামিন বহাল দেড় মাস ধরে বন্ধ-বারঘরিয়ায় ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন, কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ
গাড়ির টোল দেয়া নেয়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে টোলঘরে মারধর ও ভাঙচুরের ঘটনা, আটক-২

গাড়ির টোল দেয়া নেয়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে টোলঘরে মারধর ও ভাঙচুরের ঘটনা, আটক-২

চাঁপাই সংবাদ ডটকম 🔳

চাঁপাইনবাবগঞ্জের রেহাইচরে মহানন্দা নদীর ওপর অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজায় হিন্দু সম্প্রদায়ের ১টি লাশবাহী গাড়ির টোল দেয়া নেয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডায় একে অপরকে মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

৯ মে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ২ জন টোল আদায়কারীকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, শফিকুল ইসলাম ও আব্দুস সোবহান।

এতে প্রায় আধা ঘণ্টা টোল আদায় ও যান চলাচল বন্ধ থাকে। সড়কে লাশ রেখে বসে পড়ে প্রতিবাদ জানায় হিন্দু সম্প্রদায়ের লোকজন। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে সেতু পারাপারে মানুষ। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ৫-৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তি হলেন নিহতের চাচাতো ভাই লালচাঁন চৌধুরী (৫০)।

নিহতের স্বজন, আহত ব্যক্তি, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২ নং ওয়ার্ডের হুজরাপুর ঠাঁকুরবাড়ি এলাকার প্রেম লাল চৌধুরী মঙ্গলবার বেলা ১১টায় হার্ট অ্যাটাক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ বাসায় নেয়ার পর বিকেলে শিবগঞ্জ উপজেলার তত্তীপুর শ্মশানঘাটে শেষকৃত্য করার জন্য স্বজন ও প্রতিবেশীরা রওনা দেন।

সন্ধ্যা ৬টার দিকে সেতুর টোল প্লাজায় টোল না দিয়ে তারা যাবার চেষ্টা করলে বাধা দেন টোল আদায়কারীরা। পরে নিহতের স্বজনদের রড ও লোহার পাইপ দিয়ে বেধড়ক পেটান তারা।

নিহতের মেয়ে মুক্তি চৌধুরী বলেন, হিন্দু ধর্মের লোকজন মরদেহ পুড়াতে তত্তিপুর শ্মশানঘাট নিয়ে যায়। মাঝেমধ্যে ঝামেলা করলেও সাধারণত লাশের গাড়িতে টাকা নেয়া হয় না। এরই প্রেক্ষিতে আজকে স্বজনরা টাকা না দিয়ে মরদেহ নিয়ে যাবার চেষ্টা করলে বাগবিতণ্ডার একপর্যায়ে লোহার রড ও পাইপ দিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়েছে।

আহত লালচাঁন চৌধুরী বলেন, আমরা শুধুমাত্র অনুরোধ করেছি, টাকা না নেয়ার। এরপরই বিভিন্ন বাজে ভাষায় গালিগালাজ শুরু করেন টোল আদায়কারীরা। এর প্রতিবাদ করা মাত্রই তারা সংঘবদ্ধ হয়ে লোহার পাইপ ও রড দিয়ে মারতে থাকেন। এ সময় বাকি স্বজনরা ও স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যান। আমার শরীরের বিভিন্ন স্থানে যখম ও আঘাতের কারণে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফরহাদ আলম বলেন, সেতুর টোল প্লাজায় মারামারির ঘটনায় সন্ধ্যা ৭টা পর্যন্ত একজন ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার পা, মাথা আর হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আরও নিশ্চিত হওয়ার জন্য এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে দেয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন টোল আদায়কারী জানান, মরদেহের গাড়ির জন্য ছাড় নেই, এমন বক্তব্য দেয়ার পরই তারা বিভিন্নভাবে গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করা মাত্রই আমাদেরকে মারধর এবং টোলপ্লাজায় ব্যাপক ভাঙচুর করেন নিহতের স্বজনরা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, মরদেহবাহী একটি গাড়ির টোল আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে টোল প্লাজায় ট্রাফিক পুলিশ প্রথম পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করে। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত মাহফুজুল হক চৌধুরী পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। টোল প্লাজার দরজা জানালার কাঁচ ভেঙ্গে পড়ে থাকতে দেখা গেছে। ইট পাটকেল নিক্ষেপ করাও হয়েছে। এদিকে হিন্দু সম্প্রদায়ের একজন জোর গোলায় দাবী জানান, যেন হিন্দু সম্প্রদায়ের কোন লাশবাহী গাড়ির টোল না নেয়া হয়। ফ্রী করে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media




© All rights reserved © 2021 Chapai Sangbad

Customized BY innovativenews