চাঁপাই সংবাদ ডটকম 🔳
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিবাসী শিশুদের জীবনমান ও দক্ষতা উন্নয়নের লক্ষে অটোমোবাইল, ক্যারাতে, ইলেকট্রনিক এন্ড ইলেকট্রনিক্স, স্যানেটারী/পাইপ ফিটিং, কাঠের আসবাবপত্র তৈরি, বেসিক কম্পিউটার ও পুঁথির কাজ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে বিভিন্ন মেয়াদে এসব প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম।
শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহেদা খাতুন। এ সময় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2021 Chapai Sangbad