নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের এমপি মুহা. জিয়াউর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে তার একশ’ দিনের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেছেন।
গত ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী মুহা. জিয়াউর রহমান একশ’ দিন পূর্ণ উপলক্ষে আগামীর লক্ষ্য পূরণে সকলের সহায়তা কামনা করেছেন।
শুক্রবার বিকেলে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োাজিত সংবাদ সম্মেলনে এই সহায়তা চান তিনি।
সংবাদ সস্মেলনে তিনি বলেন, তার নির্বাচনী এলাকার জনগণের জন্য আগামী দিনের পরিকল্পনায় রয়েছে, শুল্ক ষ্টেশন বা রেলবন্দর, লোকাল ট্রেন, রহনপুর বাইপাস সড়ক, ব্রীজ, রহনপুর পৌরসভা, স্টেডিয়াম, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন, বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ শুরু করে সম্পন্ন করা।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪টি মাইলষ্টোন দিয়েছেন। যা ২১০০ সালের রূপকল্প বাস্তবায়ন হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা চেয়ারম্যান হুমায়ূন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান খাঁন প্রমূখ।
© All rights reserved © 2021 Chapai Sangbad