কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ মে রোববার পুলিশ লাইন্সের ড্রিল শেডে ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে সভা ২টি হয়। এ দুটি সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।
সকালে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এসপি আবদুর রকিব জেলার পুলিশ সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধার বিষয় গুলো মনোযোগ সহকারে শোনেন এবং অতি শ্রীঘ্রই সব বিষয়ের সমাধানের আশ্বাস প্রদান করেন।
পরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলাসহ অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এসপি আবদুর রকিব।
শেষে গত মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ অবদান কয়েকজন পুলিশ সদস্য। তাদের পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি হিসেবে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন।
শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসেবে শিবগঞ্জ থানার এসআই মো. সাইফুল ইসলাম ও এএসআই মো. আলমগীর হোসেন।
শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সদর মডেল থানার এসআই মো. আমিনুল ইসলাম।
এ ছাড়াও বিশেষ কৃতিত্বের জন্য জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই মো. আসগর আলীকে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার আবদুর রকিব।
উল্লেখ্য, সদরে আলোচিত যুবলীগ নেতা খাইরুল আলম জেম হত্যা মামলার ১০ জন আসামি গ্রেপ্তার দ্রুত সময়ের মধ্যে হয়। শিবগঞ্জে আলম হত্যা মামলায় দুই জন আসামি গ্রেপ্তার হয়। এ ছাড়াও সদরে তিন জন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হয়। ইভটিজিং রোধ, কিশোর গ্যাং রোধে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ বিশেষ ভাবে কাজ করে যাচ্ছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad