রাজশাহী থেকে নুরে ইসলাম মিলন, চাঁপাই সংবাদ ডটকম 🔳
বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় তৃতীয়বারের মতো ‘প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১’ পাচ্ছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এই পদক সংক্রান্ত জাতীয় কমিটির সভায় চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়টি ইতোমধ্যে রাসিককে মৌখিকভাবে জানানো হয়েছে। রবিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাসিকের জনসংযোগ দফতর।
রাসিক জানায়, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হবে। এ নিয়ে তৃতীয়বারের মতো ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ পেতে যাচ্ছে রাসিক।
এদিকে, প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১-এর জন্য রাসিক চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
রবিবার এক বিবৃতিতে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘বৃক্ষরোপণ, সবুজায়ন ও পরিবেশ উন্নয়নে সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে রাসিক। পরিবেশ উন্নয়নে সাফল্যের ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন লাভ আমাদের জন্য আনন্দের ও গর্বের। এই স্বীকৃতি আমাদের পরিবেশ উন্নয়নকাজকে আরও বেশি উৎসাহিত করবে। এই অর্জন ধরে রেখে রাজশাহীকে আরও সামনের দিকে এগিয়ে চাই।’
প্রসঙ্গত, বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় এবার ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদসহ পৌরসভা, সিটি করপোরেশন, অধিদফতর, পরিদফতর, প্রতিষ্ঠান, সেক্টর করপোরেশন, এনজিও, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাটাগরিতে প্রথম পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন লাভ করেছে রাসিক।
গত ৩০ এপ্রিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে পদক সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এটি চূড়ান্ত হয়। প্রথম পুরস্কারের জন্য এক লাখ টাকা ও সনদপত্র দেওয়া হবে।
রাসিকের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলাম বলেন, ‘মেয়রের দিক-নির্দেশনায় গত সাড়ে চার বছরে দুই লক্ষাধিক স্থায়ী ও ১০ লক্ষাধিক হেজ জাতীয় বৃক্ষরোপণ করা হয়েছে। ৩৫ কিলোমিটার সড়ক বিভাজক বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণের মাধ্যমে ফুলে ফুলে সুশোভিত করা হয়েছে।’
এর আগে ২০০৯ ও ২০১২ সালে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার লাভ করে রাসিক। পাশাপাশি ২০১২ ও ২০২১ সালে দুবার জাতীয় পরিবেশ পদক অর্জন করেছে। এ ছাড়া পরিবেশবান্ধব শহর হিসেবে ‘এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সিটি অব দ্য ইয়ার-২০২০’ সম্মাননা সম্মাননা অর্জনের খ্যাতি রয়েছে এই নগরীর।
© All rights reserved © 2021 Chapai Sangbad