কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ 🔳
৫ দফা দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ মে রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ টি হয়। এর আগে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।
বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক, নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির।
আরও বক্তব্য দেন, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হক বাবলু, শ্রমিক জোটের নেতা শাজেমান আলি, জেলা জাসদের সহ-সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মো. নিয়ামুল হক, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সবুর, জেলা যুব জোটের সভাপতি মো. তরিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ, জাসদ ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা সাকিব।
সভার সঞ্চালনায় ছিলেন, জেলা যুব জোটের সাংগঠনিক সম্পাদক সারোয়ারদ্দী ইসলাম এবং সভায় সভাপতিত্ব করেন, জেলা জাসদের সভাপতি মো. মোজাফফর হোসেন।
সভায় বক্তারা ৫ দফা দাবিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। দফাগুলো হচ্ছে, জেলায় মেডিকেল কলেজ স্থাপন, ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, মাতৃসদনে সেবার মান বৃদ্ধি-সকল অনিয়ম দূর করণ, করনার অজুহাতে বন্ধ হওয়া সকল ট্রেন চালু ও বনলতা ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি করণ, জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন ও শিক্ষা ক্ষেত্রে অনিয়ম দূর করণ, সোনামসজিদ বন্দরকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রুপান্তরিতসহ ইমিগ্রেশন ব্যবস্থা চালুকরণ ও আধুনিকায়ন করা, জেলায় আন্তঃ দেশীয় অর্থনৈতিক সম্ভাবনা কে কাজে লাগাতে বিশেষ অর্থনৈতিক জোন হিসেবে গোড়ে তোলা।
© All rights reserved © 2021 Chapai Sangbad