নিজস্ব প্রতিবেদক চাঁপাই সংবাদ ডটকম 🔳
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বালতির পানিতে ডুবে আফিম উদ্দিন নামে ১৪ মাসের এক শিশু মারা গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২৩ মে বিকেল ৪ টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর হঠাৎপাড়া গ্রামে।
আফিম উদ্দিন হলো ওই গ্রামের পল্লী চিকিৎসক নাসিম উদ্দিনের ছেলে।
পারিবারিক ও এলাকাবাসীর সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বাড়ির আঙ্গিনায় টিউবওয়েলের পাশে একটি বড় বালতি ভর্তি বৃষ্টির পানি ছিল। শিশু আফিম উদ্দিন সবার অজান্তে বালতির পানিতে নেমে খেলা করছিল। এ সময় সে বালতির মধ্যে ঢুকে গেলে ডুবে ঘটনাস্থলেই মারা যায়।
পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর বালতির পানিতে মৃত্যু অবস্থায় মরদেহ উদ্ধার করে। মনাকষা ইউপি সদস্য জেম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad