চাঁপাই সংবাদ ডটকম 🔳
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী
সাকিউল ইসলাম সাকিলের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশটি হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল এতে সভাপতিত্ব করেন।
দেশের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র রোধ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ ও দেশের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র করতে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি মানতে নারাজ তারা। তাই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানারকম অপকৌশলে লিপ্ত রয়েছে স্বাধীনতা বিরোধীরা। মহান স্বাধীনতা যুদ্ধের মতোই দলমত নির্বিশেষে এসবের বিরুদ্ধে সকলকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গতকাল শনিবার ২৭ মে দুপুরে চাঁপাইনবাবগঞ্জে যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত শান্তি মিছিল ও সমাবেশে এসব কথা বলেন বক্তারা।
নবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ের মুজিব চত্বর থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদের নেতৃত্বে একটি শান্তি মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শান্তি সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল বলেন, ডিজিটাল দেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিনত হয়েছে আমাদের দেশ। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সকল সুবিধার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ স্বাধীনতাবিরোধী শক্তি তাকে হত্যা করতে ২২ বার হামলা করেছে। কিন্তু বারবার আল্লাহ তাকে রক্ষা করেছেন।
সমাবেশে বক্তারা বিএনপির কর্মসূচিকে নৈরাজ্যের উদ্যেশো উল্লেখ করে বিশৃঙ্খলা অশান্তি ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
© All rights reserved © 2021 Chapai Sangbad