মোহা. সফিকুল ইসলাম, চাঁপাই সংবাদ 🔳
শিবগঞ্জে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দৈনিক ইত্তেফাক পত্রিকার শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা সফিকুল ইসলামের ও আয়োজনে কুরআন খানি
আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী কুরআন খানির ও বিকালে শিবগঞ্জ ডাক বাংলো চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন সভাপত্বিতে ও শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুন্নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুন উর রশিদ,শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি মাইনুল ইসলাম লাল্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, শিবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মমিনুল ইসলাম বাবু,শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাদিম হোসেন,
এ্যাডভোকেট অশফাকুর রহমান রাসেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ প্রেসক্লাব, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব,শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সদস্য বৃন্দ। আলোচনা সভায় বক্তাগণ দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার জীবনি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং মিডিয়া জগতের অগ্রদূত অখ্যাত করেন।
আলোচনা সভা শেষে মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
© All rights reserved © 2021 Chapai Sangbad