কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার
ছালামপুর গ্রামের লাইলী বেগম ও গাজলুর রহমানের ছেলে আব্দুর রহিম (৩৮)।
বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প জানায়, ১০ জুন শনিবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ এলাকা থেকে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রহিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। আসামী রহিম দীর্ঘদিন পলাতক ছিলো।
কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই বিশেষ অভিযান টি পরিচালনা করে।
২০২০ সালের ২৯ এপ্রিল শিবগঞ্জ থানায় মামলা হয়। যার মামলা নং-২১। র্যাব-৫, রাজশাহীর দায়ের করা অস্ত্র মামলার এ আসামী পলাতক ছিলো। গ্রেপ্তারকৃত আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad