কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন ব্যক্তি নিহত হয়েছে। নাচোল থানার ওসি মিন্টু রহমান ২ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছে, নাচোল উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মজিবর রহমান আব্বাস (৪০) ও একই উপজেলার খোলসীর মৃত কলিমুদ্দীনের ছেলে জিল্লুর রহমান (৮০)।
জানাগেছে, ১২ জুন সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে নাচোল হতে রহনপুর যাবার পথে কসবা ইউনিয়নের চন্দ্রনা পাওয়ার প্লান্টের সামনে রাস্তার উপর দুর্ঘটনা টি ঘটে। পেছন দিক থেকে আসা একটি ট্রাক (রেজি নং- ঝিনাইদহ ট-১১-১২৪৭) একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী আব্বাস ছিটকে মাটিতে পড়ে গেলে ট্রাকের চাকা তার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই নিহত হন আব্বাস।
অপরদিকে একই দিন সকাল সাড়ে ৭ টার দিকে রহনপুরে রাস্তা পার হবার সময় একটি মোটরসাইকেল ধাক্কা দেয় জিল্লুর রহমান নামে এক বৃদ্ধ কে। রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই বৃদ্ধ জিল্লুর মৃত্যু হয়। নাচোল থানার এসআই মজিবর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
দুর্ঘটনায় ঘাতক ট্রাক ও মোটরসাইকেল পালিয়ে যায়। এ দুটি ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করে পুলিশ।
© All rights reserved © 2021 Chapai Sangbad