নাদিম হোসেন, শিবগঞ্জ, চাঁপাই সংবাদ ডটকম 🔳
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবি গ্রামে সোমবার দুপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল ও নগদ ৪ হাজার টাকাসহ রনি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী আজগুবী গ্রামের মৃত মজনু আলমের ছেলে সাকিরুল ইসলাম রনি।
স্থানীয়রা জানায়, সাকিরুল ইসলাম রনি আমাদের গ্রামের ছেলে। ইতিপূর্বে তিনি দুইবার মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে দুইটি মাদক মামলা চলমান রয়েছে। তার কাছে মাদক ক্রয় করতে আসতেন বিভিন্ন এলাকার উঠতি বয়সীরা। গ্রামবাসী অনেক বলার পরেও তিনি তোয়াক্কা না করে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার মাদক ব্যবসার জন্য আমরা গ্রামবাসী অতিষ্ঠ। আজ পুলিশের হাতে ধরা পড়েছে সে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, সাকিরুল ইসলাম রনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবা ও হেরোইনসহ আটক করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad