কপোত নবী, চাঁপাই সংবাদ ডটকম 🔳
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে নবম শ্রেণির ছাত্র শিহাব হত্যা মামলার এজাহারভূক্ত ৩ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শেরপুর ভান্ডারের খাইরুল ইসলামের ছেলে বাবু (২১), ফজলুর রহমানের ছেলে আকাশ (২৬) ও মৃত মানিকের ছেলে রুবেল আলী (২৬)।
জানাগেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে র্যাব জানতে পারে শিহাব হত্যাকাণ্ডের মামলায় কয়েকজন জেলা থেকে বাসযোগে ঢাকা পালিয়ে যাচ্ছে।
খবরটি পাবার পর শুক্রবার মধ্য রাতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘর এলাকা থেকে এজাহারভূক্ত ৩ আসামী কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জুন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাইসাইকেল ওভারটেক করা নিয়ে তর্ক-বিতর্কের জেরে সিহাব আলী (১৭) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং আসামীরা সকলে গাঁ ঢাকা দেয়। এলাকায় হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে নিহতের আত্মীয়-স্বজন এবং সহপাঠীরা মানববন্ধন করে।
এদিকে ঘটনার দিন থেকেই এ হত্যা মামলা নিয়ে র্যাব ক্যাম্পের আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ ১০ দিন তদন্তের পর হত্যা কাণ্ডের সাথে জড়িত আসামীদের গ্রেপ্তার করা হয়। এজাহার ভুক্ত অন্যান্য আসামীদের গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad