চাঁপাই সংবাদ ডটকম 🔳
আধার পেরিয়ে এই শ্লোগান সামনে রেখে নিউ মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ জুন) সন্ধ্যা ৭ টার দিকে শহরের বিশ্বরোড এলাকায় মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের অস্থায়ী কার্যালয়ে বিলুপ্ত মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান রাজাবাবু ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলেক উদ্দীন দেওয়ান এর নেতৃত্বে নিউ মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের নব যাত্রা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল মতিন, তিনি কেক কেটে নিউ মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন আখতার, মোঃ তসিকুল আলম বাবুল, দেশ টিভির জেলা প্রতিনিধি মোঃ আঃ মালেক, এছাড়াও উপস্থিত ছিলেন বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মোঃ আঃ অহাব, বাংলা টিভির আজিম আলী, চ্যানেল আই চাঁপাইনবাবগঞ্জ জেলা দর্শক ফোরামের সদস্য মোঃ ফারুক আহমেদ, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি মোঃ মুকুল আলী, দৈনিক বর্তমান পত্রিকার প্রতিনিধি মোঃ নজিবুল ইসলাম পলাশ।
দৈনিক মুক্ত খবর এর প্রতিনিধি মোঃ আশিকুল ইসলাম পলাশ, দৈনিক জনবানী’র জেলা প্রতিনিধি মোঃ সোহেল রানা, দৈনিক আলোর বার্তা’র জেলা প্রতিনিধি গোলাম জাকারিয়া, দৈনিক একুশের সংবাদ এর জেলা প্রতিনিধি তাজরিন খান, দৈনিক বাংলাদেশ সমাচার এর জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল, দৈনিক চাঁপাই খবর এর প্রতিনিধি সাকিব আলী সহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে দৈনিক উপচারের ষ্টাফ রিপোটার মোঃ আলেক উদ্দীন দেওয়ান কে সভাপতি দৈনিক আমার বার্তা ও ডেইলি ষ্টেট এর জেলা প্রতিনিধি মোঃ বদিউজ্জামান রাজাবাবু সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাই সংবাদ এর সম্পাদক কপোত নবী কে সাংগঠনিক সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
© All rights reserved © 2021 Chapai Sangbad