আলেকজান্ডার, চাঁপাই সংবাদ 🔳
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং এলাকার একটি আম বাগান থেকে সামির (১৪) নামে ১ কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত সামির নাচোল উপজেলার বহড়ইল গ্রামের মেজর আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, শনিবার দিবাগত রাতে আম বাগানে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে বাগান পাহারাদার ও স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, মরদেহটির গলায় গামছা প্যাঁচানোসহ মুখে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্তসহ গ্রেপ্তারে অভিযান চলছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad