কপোত নবী, চাঁপাই সংবাদ ডটকম 🔳
শিবগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় পাথর বোঝাই ট্রাক চাপায় ৩ বছরের শিশু নিহতের ঘটনায় পলাতক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত ঘাতক চালক হচ্ছে, ঢাকার সাভার থানার সাদাপুর কাজিপাড়ার আলেক মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২৬)।
র্যাব জানায়, গত ১৭ জুন বিকেল ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২৪৬-৮৯০) ৩ বছরের শিশু আরাফাত হোসেনকে পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও ঘাতক চালক পালিয়ে যায়।
র্যাব আরও জানায়, ঘটনার দিনই রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক ট্রাক চালক জহিরুল কে সরকারের মোড় থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকার মানুষ ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
© All rights reserved © 2021 Chapai Sangbad