বাংলাদেশ জাসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতা-কর্মীদের মিলনমেলা, উল্লাস ও মিষ্টি বিতরণ
কপোত নবী, চাঁপাই সংবাদ 🔳
বাংলাদেশ জাসদ নতুন একটি রাজনৈতিক দল। এরই মধ্যে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন পেয়েছে দলটি। এতে দলের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে নব উদ্যোমে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে নেতা-কর্মীদের মিলনমেলা, উল্লাস ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
২২ জুন বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে পৌর এলাকার ঢাকা বাস স্ট্যান্ডে অস্থায়ী কার্যালয়ে মিলনমেলায় জেলার কার্যক্রম গতিশীল করতে আলোচনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক মোহা. রাজেদুল ইসলামসহ অন্য নেতা-কর্মী বৃন্দ।
উল্লেখ্য, ৭ বৎসর পর আইনি জটিলতার পর নিবন্ধন পেয়েছে দলটি। দলটির প্রতিক হচ্ছে মটরগাড়ি (কার) এবং নিবন্ধন নম্বর-০৪৭।
© All rights reserved © 2021 Chapai Sangbad