চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কপোত নবী, চাঁপাই সংবাদ 🔳
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৩ জুন) জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯ টায় জেলা শহরের শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয় চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর বেলা সাড়ে ৯টায় দলীয় কার্যালয় চত্বর থেকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা টি বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়। আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভায় মিলিত হন।
জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি জিয়াউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমপি আব্দুল ওদুদ, যুগ্ম সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন জানান, আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad