চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ ১ যুবক গ্রেপ্তার
কপোত নবী, চাঁপাই সংবাদ 🔳
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে আমনুরা সড়কে ২ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলিসহ কনক নামে ১ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত যুবক হচ্ছে, নওগাঁ জেলার নিয়ামতপুর থানার দারাজপুর এলাকার শ্রীমতি গীতা রানী ও শ্রী দিজেন চন্দ্র হালদারের ছেলে শ্রী কনক কুমার (২৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে ২৩ জুন শুক্রবার বিকেল ৪ টার দিকে আমনুরা থেকে গোদাগাড়ীগামী সড়কের দিগ্রাম মোড়ে অভিযান পরিচালনা করে অস্ত্র গুলি ম্যাগজিনসহ কনককে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত আসামী নওগাঁর নিয়ামতপুর থেকে চাঁপাইনবাবগঞ্জে অবৈধ আগেয়াস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে আগমন করে। অস্ত্র সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাবার পথে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। একটি যাত্রীবাহী গাড়ীতে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে আসামীর ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad