চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
চাঁপাই সংবাদ 🔳
চাঁপাইনবাবগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জেলা পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরনীসভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আয়োজনে স্থানীয় শ্রীশ্রী রামসীতা মন্দিরে গীতাপাঠ প্রতিযোগিতা উপলক্ষে এক আলোচনাসভা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, বিশেষ অতিথি ছিলেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী, মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প সহকারী মিলন কুমার দাস, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলীপ রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী সমিত চট্টোপধ্যায়, নারী নেত্রী ছবি রানী সাহা, পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা সাধারণ সম্পাদক তরুণ সাহা, পূজা উদযাপন পরিষদ নবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী অজিত দাস, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রানা প্রতাপ আচার্য, শ্রীশ্রী রামসীতা মন্দিরের পুরহিত চন্দন পান্ডে।
সভায় শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতার ‘ক’ গ্রুপ এবং ‘খ’ গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। সভায় জানান হয়, ২টি গ্রুপে প্রথম স্থান অধিকারীরা আগামী জুলাই মাসে রাজশাহী বিভাগ পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিবে।
© All rights reserved © 2021 Chapai Sangbad