চাঁপাইনবাবগঞ্জে ৫০ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ র্যাবের হাতে আটক ৩
চাঁপাই সংবাদ ডটকম 🔳 বিপুল পরিমান মাদক চোরাচালানের গোপন সংবাদে অভিযান চালিয়ে মহানন্দা সেতু টোলপ্লাজা ঘরের সামনে থেকে ৫০ কেজি ৩’শ গ্রাম গাঁজাসহ ২ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। আটককৃতরা হচ্ছে, সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব বোদ্য ডোলডোপ গ্রামের মোঃ সামছুল ইসলাম শেখ এর ছেলে মোঃ নাজমুল হোসেন (৩১) এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কানসা ইউনিয়নের গুফুরিয়া গ্রামের মোঃ মোক্তার হোসেন @ মোবারক এর স্ত্রী ও মোঃ আব্দুল খালেক এর মেয়ে মোছাঃ নাসরিন আক্তার (৩২)।
র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২৬ জুন রাত ০০:০৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহানন্দা টোলপ্লাজা ঘরের সামনে চাঁপাইনবাবগঞ্জ হতে শিবগঞ্জগামী পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৫০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, প্রাইভেট কার-১টি, মোবাইল ফোন-৩টি, (ঙ) সীমকার্ড-৪টিসহ মাদক ব্যবসায়ী মোঃ নাজমুল হোসেন ও মোছাঃ নাসরিন আক্তার কে হাতেনাতে গ্রেফতার করে।
গাঁজার একটি বড় চালান আসা সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারে ৫০.৩ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা করা হয়েছে।
এছাড়াও অপর একটি অভিযানে রবিবার রাত সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন লাহারপুর ফিল্টের হাট আলীজ পেট্রোল পাম্প সংলগ্ন পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আমের ক্যারেটে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১২৩ বোতল ফেন্সিডিলসহ শিবগঞ্জ উপজেলার হরিনগর তাতীপাড়ার মৃত খিতিশ সাহার ছেলে শ্রী লিটন সাহা (২২)কে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad