নাদিম হোসেন চাঁপাই সংবাদ 🔳
সারা বিশ্বে এক সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও পালিত হয় মাদকবিরোধী দিবসটি। প্রতি বছরই ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সারা বিশ্বে দিবসটি পালিত হয়।
‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শিবগঞ্জ আনসার ভিডিপি আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদের অডিটরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।মাদকবিরোধী মতবিনিময় সভায় সচেতনতার জন্য লিফলেট বিতারণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন , শিবগঞ্জ আনসার ভিডিপি কর্মকর্তা তরূন কুমার ঘোস, প্রশিক্ষক শহিদুল ইসলাম , এক নাম্বার ওয়ার্ড দলোনেতা মোঃ শহিদ ইসলামসহ আনসার ভিডিপি শতাধিক সদেস্য উপস্থিত ছিলেন।
দিবসটির বিশেষ তাৎপর্য রয়েছে দেশেও। কেননা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাদক সেবন, ব্যবসা ও পাচারের দিক থেকে বাংলাদেশ অন্যতম। মাদকের ভয়াল গ্রাস দেশে ধীরে ধীরে বাড়ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ২০২১ সালে সব সংস্থা মিলে ইয়াবা জব্দ করেছে ৩ কোটি ৬৩ লাখ ৮১ হাজার। ফেনসিডিল উদ্ধার করা হয়েছে প্রায় ১০ লাখ ৮ হাজার বোতল।
কোকেন জব্দ করা হয় প্রায় ৪ কেজি, হেরোইন ২১০ কেজি। ২০২১ সালে মাদক-সংক্রান্ত ৪৭ শতাংশ মামলায় আসামির সাজা হয়েছে। এই হার ২০২০ সালে ছিল ৪৩ শতাংশ।
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ১৯৮৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২৬ জুনকে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। পরের বছর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।