শিবগঞ্জে ম্যাংগো ট্রি হাউসের উদ্বোধন
চাঁপাই সংবাদ ডটকম 🔳
আম গাছের উপরেই যদি সময় কাটানো, সেই সাথে গাছে থাকা আম পেড়ে খাওয়ার সুযোগ পাওয়া যায়, তাহলে বেশ উপভ্যোগ্য হবে আপনার আম বাগানের ভ্রমণ।
দর্শনার্থীদের এমন সুযোগ করে দিতেই শিবগঞ্জে নিজ আমের বাগানে ট্রি হাউস তৈরী করেছেন আম উদ্যোক্তা সাংবাদিক আহসান হাবিব।
গত বুধবার ট্রি হাউসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জুবায়ের আহমেদ।
আম উদ্যোক্তা আহসান হাবিব জানান, দর্শনার্থীদের আম বাগানে ভ্রমন আরো আকর্ষনীয় করতে, ম্যাংগো ট্রি হাউস তৈরী করা হয়েছে, যেখানে সময় কাটানোর পাশাপাশি, গাছের আম পেড়ে খেতেও পারবেন দর্শনার্থীরা। ঈদের পর দিন থেকে ফ্রিতেই যে কেউ এসে ট্রি হাউসে সময় কাটাতে পারবেন।
© All rights reserved © 2021 Chapai Sangbad