চাঁপাই সংবাদ 🔳
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশার নিচে চাপা পড়ে ইয়াসিন নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু সদর উপজেলার ধূমিহায়াতপুর গ্রামের মহবুল ইসলামের ছেলে।
রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিনগর ধূমি হায়াতপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশু ইয়াসিনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এলাকায় শোকের ছায়া নেমে আসে।
© All rights reserved © 2021 Chapai Sangbad