ভোলাহাটে বৃষ্টিতে মাঠে কাজ করতে গিয়ে স্ট্রোক করে মারা গেছে এক কৃষক
কপোত নবী, চাঁপাই সংবাদ 🔳
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের ৩ নং দলদলি ইউনিয়নে আনোয়ার হোসেন নামে এক বৃদ্ধ বৃষ্টির মধ্যে মাঠে ধানি জমিতে কাজ করতে গিয়ে নিহত হয়েছে।
নিহত বৃদ্ধ ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের চামা মুশরিভুজা গ্রামের মত আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন (৬০)।
৩ নং দলদলি ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক এ প্রতিবেদককে জানান, ৩ জুলাই সোমবার সকাল ৭ টার দিকে কৃষি জমিতে একজনের মৃতদেহ পাওয়া গেছে। বজ্রপাত বা সাপে কেটে মৃত্যু হয়েছে তার কোন আলামত পাওয়া যায় নি।
এদিকে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম রেজা এ প্রতিবেদককে জানান, কৃষি জমিতে এক বৃদ্ধ মারা গেছে সঠিক। নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। নিহতের আত্মীয় স্বজনরা জানিয়েছেন হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক) মারা গেছে আনোয়ার হোসেন।