মোবাইল ফোন নাড়াচাড়া ও কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জে নিহত-২
কপোত নবী চাঁপাই সংবাদ 🔳
চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুরে পৃথক বজ্রপাতে ২ জন নিহত হয়েছে।
৩ জুলাই সোমবার সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা এলাকায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান ওমর আলী নামে এক কৃষক। নিহত ওমর আলী ভোলাহাট উপজেলার বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর গ্রামে নিজ বাড়িতে মোবাইল ফোন নাড়াচাড়া করার সময় বজ্রপাত হলে গুরতর আহত হন শরিফুল ইসলাম।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান বজ্রপাতে শরিফুল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান করা হবে।
© All rights reserved © 2021 Chapai Sangbad