গোমস্তাপুরে নজরুল সুপার রাইস এর বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
অনিক দেওয়ান, চাঁপাই সংবাদ 🔳
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর খোয়াড় মোড়ে নজরুল সুপার রাইস এর বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে ।
১৫ জুলাই শনিবার সকালে রহনপুর খোয়াড় মোড়ে নজরুল সুপার রাইস এর বিক্রয় কেন্দ্র কার্যক্রমের উদ্বোধন করেন মেসার্স নজরুল অটো রাইস মিলর্স এর চেয়ারম্যান আলহাজ্ব মনোয়ারা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন, মেসার্স নজরুল অটো রাইস মিলস্ ব্যাবস্থাপনা পরিচালক খাদিমুল ইসলাম, মেসার্স নজরুল অটো রাইস মিলস্ সিইও মো. নাদিমুল ইসলাম,মেসার্স নজরুল অটো রাইস মিলস্ পরিচালক মোহাম্মদ হিজবুল্লাহ্, ডাইরেক্টর-২ মো. মহিবুল্লাহ ,ডাইরেক্টর-৩ হাসিবুল ইসলাম নাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেসার্স নজরুল অটো রাইস মিলর্স এর সিইও মো. নাদিমুল ইসলাম ইসলাম বলেন, নজরুল সুপার এর সকল পণ্য মানে,গুনে ও স্বাদে অতুলনীয়,আপনারা এখন থেকে এখানে খুচরা ও পাইকারি সকল পণ্য সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন এটি মেসার্স নজরুল অটো রাইস মিলর্সের একটি নতুন শাখা।
তিনি আরও বলেন,অত্র প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি তাদের উপার্জিত লভ্যাংশের অনেক টাকা তারা মানবসেবা, শিক্ষাখাত, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে তারা তাদের সাধ্য মত ব্যয় করেন।
© All rights reserved © 2021 Chapai Sangbad