চাঁপাইনবাবগঞ্জে ৭ মামলার সাজাপ্রাপ্ত পলাতক ১ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব
কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় সাজাপ্রাপ্ত এবং মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত ৭ মামলার পলাতক ১জন আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
গ্রেপ্তার আসামি হচ্ছে, রাজশাহী জেলার কাটাখালী রুপসীডাঙ্গার জিবরাইলের ছেলে আব্দুল মতিন (৩২)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জুলাই রোববার (শনিবার দিবাগত রাত) সোয়া ১২ টার দিকে গোমস্তাপুর উপজেলার আলামপুর তেতুলতলা এলাকা হতে মতিনকে গ্রেপ্তার করা হয়।
আসামি মতিনের বিরুদ্ধে রাজশাহী, গোদাগাড়ীতে ৭ টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলার সাজাও হয়েছে। গ্রেপ্তার আসামীকে রাজশাহী জেলার কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad