চাঁপাইনবাবগঞ্জে র্যাব ক্যাম্পের অভিযানে ক্ষুর-চাকু-মাদকসহ ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার
কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
অধিকাংশ ক্ষেত্রেই র্যাব গোয়েন্দা এবং আভিযানিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী এবং দুর্ধর্ষ ডাকাতসহ সব ধরনের অপরাধীদেরকে চিহ্নিত করে তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র উদ্ধার ও তাদেরকে গ্রেপ্তার করতে দেশের অভ্যন্তরীন ছিনতাই, খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ সব ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে র্যাব বদ্ধ পরিকর।
এরই ধারাবাহিকতায় ১৮ জুলাই রাত সাড়ে ১০ টার দিকে চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন ৬নং রাণীহাটি ইউনিয়নের উপরধুমি হায়াতপুর গ্রামে বিশ্বাসদের আম বাগানের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় প্লাস্টিকের হাতল যুক্ত ক্ষুর ১টি, স্টিলের হাতলযুক্ত ১টি ফোল্ডিং চাকু, গাঁজা ৩ পুরিয়া ৪ গ্রাম, ১টি গাঁজা সেবনের কলকি সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পূর্ব চুনাখালির মৃত রেবিনা বেগম ও মৃত একরামুল হকের ছেলে
ওয়াদুদ (২৪), চকবহরমের রুজিনা বেগম ও জিয়াউর রহমানের ছেলে জাহিদ হাসান (১৯), উপরধুমি হায়াতপুরের বুনন আরা বেগম ও তরিকুল ইসলামের ছেলে বুলবুল আহম্মেদ (২১) ও একই এলাকার মৃত সাবিনা ইয়াসমিন ও আবু তাহেরের ছেলে আবু তালেব (১৯)।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাং এর সদস্য। এদিকে ছিনতাই, চাঁদাবাজির বিরুদ্ধে র্যাব ক্যাম্পে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মহল থেকে অভিযোগের ভিত্তিতে অভিযান চলমান থাকবে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad