চাঁপাই সংবাদ ডটকম 🔳
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পিরানটুলির ঘাটে গোসল করতে নেমে মো. রিফাত আলী (১৪) নামের এক স্কুলশিক্ষার্থী ডুবে মারা গেছে।
২০ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাট গ্রামের পল্লী চিকিৎসক ফারুকের ছেলে রিফাত। সে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, সকাল সাড়ে ১১টার দিকে স্কুলশিক্ষার্থী রিফাত বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিমকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে খোঁজখুজি শুরু করেন। সেই সঙ্গে স্থানীয়রা খোঁজাখুজি করছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় সাড়ে ৩টার সময় রিফাতের মরদেহ খুঁজে পাই। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
© All rights reserved © 2021 Chapai Sangbad