চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটি লক্ষীপুর বোগলাউড়ি গ্রামের মিল্টন আলীর ছেলে বাশার আলীর (৫)।
পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বাশার ও আরো দুই শিশুর সাথে বোগলাউড়ি ঘাটে গোসল করতে নামে।
এ সময় বাশার নদীতে ডুবে গেলে ওই দুই শিশু বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্থানীয়রা নদী থেকে দুপুর একটার দিকে লাশ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন।