নাচোলে ২ কেজি গাঁজাসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ
কপোত নবী, চাঁপাই সংবাদ 🔳
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ২ কেজি গাঁজাসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের জুয়েল রানার ছেলে আজিজুল হক (২০) ও একই উপজেলার শরৎনগর এলাকার মনিরুল ইসলামের ছেলে রাজু আহম্মেদ ওরফে রাজ (২০)।
নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান গাঁজাসহ ২ জন গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুলাই শুক্রবার সকাল ১১ টার দিকে নাচোলের খেসবা গ্রামে করিমের মুদি দোকানের সামনে থেকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে ২ যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad