নারায়নপুর ইউপির দুর্গম চরাঞ্চল এলাকা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার ছাইদুল হাসান
কপোত নবী, চাঁপাই সংবাদ 🔳
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম।
২৮ জুলাই শুক্রবার বিকেলে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মাদক নির্মূল, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, আইন-শৃংখলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার।
দীর্ঘ ৩৫ কিলোমিটার সড়ক ও নদীপথ অতিক্রম করে দুর্গম এলাকা নারায়নপুর চরাঞ্চলে যেতে হয়। সভা শেষে পুলিশ সুপার ছাইদুল হাসান নারায়নপুর ইউনিয়নের বিজিবির জহুরপুর ক্যাম্প পরিদর্শন করেন।
এই সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, নবাবগঞ্জ সার্কেল, মো. আতোয়ার রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাজ্জাদ হোসেন, ইসলামপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. আজগর আলীসহ অন্যরা।
© All rights reserved © 2021 Chapai Sangbad