ভিন্ন আয়োজন, চাঁপাইনবাবগঞ্জে কবুতর উড্ডয়ন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ
আব্দুল ওয়াহাব, চাঁপাই সংবাদ 🔳
চাঁপাই হাই ফ্লায়ার পিজিয়ন ক্লাব কর্তৃক আয়োজিত গ্রীষ্মকালীন কবুতর উড়ানো প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২৮ জুলাই শুক্রবার বিকেলে চাঁপাই হাই ফ্লায়ার পিজিয়ন ক্লাব চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে ফকিরপাড়া ঈদগাহ ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁপাই হাই ফ্লায়ার পিজিয়ন ক্লাবের সভাপতি হোসেন আলী সাগর এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন, জেলা জাসদ চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বিশিষ্ট ব্যবসায়ী সানাউল্লাহ হক ভোলা, প্রবীণ কবুতরবাজ আফসার আলী, মেহেদী হাসান, শেখ আকতার চুনি, মো. সনি প্রমূখ।
এতে ৬৭ জন কবুতর প্রতিযোগী অংশগ্রহণ করেন। এতে ৫ ঘণ্টা ৪১ মিনিট কবুতর উড়িয়ে অলিউল ইসলাম প্রথম হয়ে ৬ হাজার টাকা প্রাইজমানি, ৫ ঘণ্টা ১৬ মিনিট কবুতর উড়িয়ে তারাস আলী ২য় স্থান অধিকার করে ৪ হাজার টাকা প্রাইজমানি ও ৪ ঘণ্টা ৫৭ মিনিট কবুতর উড়িয়ে ইসারুল হক তৃতীয় হয়ে ২ হাজার টাকা প্রাইজমানি জিতেছেন।
পরে ১২ ঘণ্টা ৫৪ মিনিট সমষ্টিগতভাবে তিনটি কবুতর উড়িয়ে তারাস আলী বিজয়ী হয়ে ৩ হাজার টাকা প্রাইজমানী জিতেন। বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের ছোবল ও বিভিন্ন অপরাধ থেকে দূরে থাকার জন্য খেলাধুলার প্রতি মনোযোগী হবার আহ্বান জানান।
© All rights reserved © 2021 Chapai Sangbad