নাচোলে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক খালুকে গ্রেপ্তার করেছে র্যাব
চাঁপাই সংবাদ ডটকম 🔳
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত ১১ আগস্ট ৪ বছরের শিশুকে ধর্ষণ ঘটনায় অভিযুক্ত মোঃ কাউসার আলীকে (৩৯) কে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকার বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৩ আগস্ট এ ঘটনায় নাচোল থানায় পেশায় রাজমিস্ত্রিদের সাব-ঠিকাদার কাউসারকে একমাত্র অভিযুক্ত করে ধর্ষণ মামলা করেন শিশুটির বাবা।
শুক্রবার ১৮ আগস্ট সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে, র্যাব ৫ আযোজিত সাংবাদিক সম্মেলনে র্যাব ৫ এর অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, মেয়েটি কে তার নিঃসন্তান খালা খালু লালন পালন করার জন্য তাদের কাছে রেখেছিলেন। ঘটনার রাতে মেয়েটি তাদের সঙ্গেই এক বিছানায় ঘুমিয়ে ছিল। এ সময় অভিযুক্তের বিকৃত মানসিকতার শিকার হয় শিশুটি।
অভিযুক্তের স্ত্রী ঘুমিয়ে থাকায় কিছু টের পাননি তিনি। সকাল সাড়ে ৮টার দিকে শিশুর রক্তক্ষরণ ও ব্যথা শুরু হলে এবং অবস্থার অবনতি হলে তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে শিশুটি অভিযুক্ত কাউসারের স্ত্রীকে (শিশুটির খালা) সব জানায়। ঘটনা শুনে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অবস্থান নেন। এদিকে শিশুর মেডিক্যাল পরীক্ষায়ও ধর্ষণের প্রমাণ পাওয়া যায়। বর্তমানে শিশুটি তার বাবা-মায়ের হেফাজতে রয়েছে।
র্যাব-৫-এর অধিনায়ক আরো বলেন, চাঞ্চল্যকর এ ঘটনার পর আসামি পালিয়ে যান। এলাকাবাসী ব্যাপক ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। এ ঘটনা জানতে পেরে র্যাব এর ছায়াতদন্ত শুরু করে। প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে পলাতক কাউসারের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষক কাউসারকে নাচোল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ৫ সিপিসি-১ কম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির, উপ অধিনায়ক মোঃ আমিনুল ইসলাম র্যাব ৫ এর কর্মকর্তা সহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
© All rights reserved © 2021 Chapai Sangbad