চাঁপাই সংবাদ ডেস্ক রিপোর্ট 🔳
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এ যাবৎ কালের বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার দিবাগত রাত পৌণে তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ এলাকার বালিয়াদিঘি গ্রামের সামিউল ইসলামের বাড়ীর একটি গোয়াল ঘর থেকে মদগুলো উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ।
তবে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান বাড়ীর মালিক সামিউল ইসলাম। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরি জোবায়ের আহাম্মদ।
ওসি জোবায়ের বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে বিদেশী নামি দামি ব্র্যান্ডের মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থান ও বন্দর এলাকায় বিক্রি করে আসছিল সামিউল ইসলাম।
বিষয়টি জানতে পেরে সোমবার দিবাগত রাত পৌণে তিনটার দিকে তার বাড়ী ঘিরে অভিযান চালানো হয়। এসময় টের পেয়ে সামিউল পালিয়ে গেলেও তার বাড়ীর গোয়াল ঘর থেকে ৪০ বোতল রয়েল স্টেজ, ৩৭ বোতল অফিসার চয়েস, ৫৮ বোতল ইএম বসসহ সর্ব মোট ১৩৭ বোতল মদ জব্দ করা হয়। এছাড়াও কয়েক বস্তা মেশিনারিজ পার্টসও জব্দ করা হয়। ওসি আরও বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad