বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য সহ ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫
চাঁপাই সংবাদ ডটকম 🔳
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র্যাব-৫ রাজশাহী’র একটি অপারেশন দল অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য সহ ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫
বুধবার (২৩ আগস্ট) রাত ৯টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামে কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ২,টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১ কেজি ২০ গ্রাম বিস্ফোরকদ্রব্য (গান পাউডার), নগদ-২০০০/- টাকা সহ মোঃ ইব্রাহিম (শিলাল) (৩০) নামে ১ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃত যুবক নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা বিলকরিল্লা শিলাল পাড়া ইউনিয়নের মোঃ আফছার শিলাল এর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উদ্ধারকৃত আলামত সংগ্রহ করে নিজ দায়িত্বে মান্দা ফেরি ঘাটে পৌঁছে দেয়ার কথা স্বীকার করে। উল্লেখ্য, ভিন্ন দুটি মামলায় আসামী প্রায় এক বছর চার মাস জেল খাটে। জেলে থাকাকালীন অজ্ঞাত এক অস্ত্র ব্যবসায়ীর সাথে তার পরিচয় হয়। এ অবৈধ লেনদেনের ছক সেখানে কাটা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা রুজু করা হয়েছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad