চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে কিশোর গ্যাং লিডার সহ ৪ জন সক্রিয় সদস্য গ্রেপ্তার
চাঁপাই সংবাদ ডেস্ক
চাঁপাইনববাগঞ্জ পৌর এলাকার দরগাপাড়ার পৌরসভা গেট সংলগ্ন সিটি প্লাজা মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে কিশোর গ্যাং লিডারসহ ৪ জন সক্রিয় সদস্যদের কে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়ারর মহিদুল ইসলাম ও মোছা. শিউলী বেগমের ছেলে মারুফ ইসলাম (১৯) (মূলহোতা), জামাল ও মোছা.আয়েশা বেগমের ছেলে মনির (২২), বুলবুল আলী ও শিল্পী বেগমের ছেলে সোয়েব আক্তার (১৯)ও সেন্টু মিয়া ও সখির ছেলে আব্দুল মাজিদ (১৯)।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে ২৬ আগষ্ট শনিবার দুপুরে জানায়, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল শনিবার মধ্যরাত সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ৩টি প্লাস্টিকের হাতল যুক্ত ক্ষুর, ৫০ গ্রাম গাঁজা, ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং গ্রুপ। এলাকায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি এবং মোবাইল চুরির ঘটনায় তারা জড়িত। তাদের নামে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।
© All rights reserved © 2021 Chapai Sangbad