চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে ১৪২ বোতল চোলাই মদসহ ১ নারী আটক
চাঁপাই সংবাদ ডটকম 🔳
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চৌধুরীটোলা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৪২ বোতল (৪৯ লিটার ৭০০ মি. লি.) দেশীয় মদসহ ১ নারীকে আটক করেছে র্যাব।
আটক নারী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চৌধুরীটোলা গ্রামের মৃত দুলু মন্ডলের সহধর্মিণী মোছা. শাহানা (৪০)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২৬ আগস্ট শনিবার রাত ৯ টার দিকে আসামি শাহানার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায় র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
তল্লাশিকালে শয়ন কক্ষের মেঝেতে বিশেষ কায়দায় বানানো গোপন কক্ষে লুকানো অবস্থায় ১৪২ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়।
কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।
র্যাব আরও জানায়, আটক শাহানা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে গোপন কক্ষে মজুদ করে তা মাদকসেবীদের কাছে বিক্রি করা হয়। তার নামে পূর্বে আরও একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad